রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

শিশু অপহরণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

| প্রকাশিতঃ ৮ মে ২০১৬ | ২:৩৫ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রামে শিশু অপহরণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা দেয়ারও আদেশ দিয়েছেন। রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডিত আসামিরা হলেন- মাহফুজুর রহমান (২৪) ও মো. রাসেল (২০)। দণ্ডিত মাহফুজুর রহমান নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট টার্মিনাল এলাকার হোসেন আহমদের ছেলে। রাসেল একই এলাকার মো. রহমতের ছেলে। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্র জানায়,মাহফুজ ও তার সহযোগি রাসেল মিলে ২০১৪ সালের ৪ আগষ্ট ফারহানুল আবিদ ওমর (৬) নামে এক শিশুকে তাদের বাসা থেকে অপহরণ করে। পরে ওমরের বাবার কাছ থেকে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যারও হুমকি দেওয়া হয়। ঘটনার পরদিন ২০১৪ সালের ৫ আগষ্ট শিশু ওমরের বাবা লিটন বাদি হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে অপহৃত শিশু এবং দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জেসমিন আক্তার জানান, মামলায় ‍আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা দেয়ার আদেশ দেন আদালত।