মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বিএনপি আদালতকে পকেটে রাখতো : আইনমন্ত্রী

প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৯ | ৩:৩৯ অপরাহ্ন

কুমিল্লা : বিএনপির আমলে তারা আদালতকে পকেটে রাখতেন উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দীর্ঘ ২২ বছর পর এই মামলার রায় দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত এই রায় দিয়েছেন। ফরমায়েশি রায়ের প্রশ্নই ওঠে না।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে নবনির্মিত চারতলা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পাবনার ইশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনার পর ১৯৯৫ সালের বিএনপির সময়ে মামলার তদন্ত কাজ শুরু হয়। তদন্ত শেষে ১৯৯৮ সালে শুরু হয় বিচারকাজ। তারা তো এখন কত কথাই বলবেন। কারণ বিএনপির আমলে তারা আদালতকে পকেটে রাখতো। এজন্যই তারা আবোল তাবোল বলছে।

খালেদা জিয়ার কারণে বিনাদোষে এক গৃহকর্মী কারাবরণ করছে উ্ল্লেখ করে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারাবরণ করেছেন আদালতের রায়ে। তাকে সেবাশুশ্রুষা করার জন্য ফাতেমা নামের এক গৃহকর্মী বিনাদোষে কারা বরণ করছেন। তারপরও তারা আইনের শাসন নিয়ে কথা বলছেন।

এসময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদউল আলম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, রহুল আমীন ভূইয়া বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার উপস্থিত ছিলেন।

একুশে/এসসি