সন্ত্রাসী ঠেকাতে ফেসবুকের উদ্যোগ

Facebookফেসবুকে সন্ত্রাসীদের কোনো অ্যাকাউন্ট থাকবে না। এ লক্ষ্যে সন্ত্রাস দমন বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট থেকে সন্ত্রাসীদের প্রচার বন্ধে ব্যবস্থা নেবে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারও এ ধরনের পদক্ষেপ নেয়। এতে সন্ত্রাসী প্রচার চালানো অনেক অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়। এবার টুইটারের সেই পথে হাঁটতে যাচ্ছে ফেসবুক।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কোয়ার্টজের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক সম্প্রতি কাউন্টার টেররিজম গবেষক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই পদে যিনি আসবেন তাঁর দায়িত্ব হবে ফেসবুকের ইকোসিস্টেমকে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে হুমকিতে ফেলা সন্ত্রাসী অ্যাকাউন্টগুলো শনাক্ত করা; সফটওয়্যার উন্নয়নে সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো তৈরিতে সাহায্য করা।

গত সেপ্টেম্বরে ইসরায়েলের সরকারের অনুরোধে সন্ত্রাসীদের উসকানিমূলক কনটেন্ট সরিয়ে ফেলে ফেসবুক। ইসরায়েলের সরকারের ফ্ল্যাগ দেখানো ৯৫ শতাংশ কনটেন্ট সরিয়েছে ফেসবুক।

এদিকে ফেসবুকের আগেই সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে গেছে টুইটার। গত ছয় মাসে টুইটার থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারের কারণে ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া এ বছরের শুরুতে এক লাখ ২৫ হাজার আইএস অ্যাকাউন্ট মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

অ্যাকাউন্ট মুছে ফেলা ছাড়াও অনলাইনে সন্ত্রাস দমনে কাজ করে এমন সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে টুইটার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউশনের করা এক গবেষণায় দেখা গেছে, আইএসের সমর্থকেরা টুইটারে প্রায় ৪৬ হাজার অ্যাকাউন্ট চালাচ্ছে।