শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সাহসিকতার জন্য নাগরিক উদ্যোগের সম্মাননা পেলেন হাটহাজারী ইউএনও

| প্রকাশিতঃ ৩ জুলাই ২০১৯ | ৭:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম : সাহসিকতার সাথে ভেজাল ও দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসিত হওয়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তঅ (ইউএনও) রুহুল আমিনকে সম্মাননা দিয়েছে জনদুর্ভোগ লাঘবে গঠিত সংগঠন নাগরিক উদ্যোগ। বুধবার বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নাগরিক উদ্যোগের নেতারা এই সম্মাননা দেন।

এসময় নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন ভেজাল এবং দুর্নীতিবিরোধী অভিযান সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন।

সুজন বলেন, ভেজাল এবং নকল পণ্যে সয়লাব হয়ে গেছে বাংলাদেশ। শিশু খাদ্য থেকে শুরু করে জীবনরক্ষাকারী ওষুধেও ভেজালে ভরপুর। ধনী থেকে গরীর কেউই ভেজালের ভয়াবহতা থেকে মুক্ত নয়। এ যেন ভেজালের রাজ্যে বসবাস। প্রতিটি মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন বিশুদ্ধ খাদ্য। একটি সমৃদ্ধশালী জাতি গঠনে বিশুদ্ধ খাদ্য একান্ত অপরিহার্য। কিন্তু সেই বিশুদ্ধ খাদ্য প্রাপ্তিতে বাঁধা হয়ে দাড়িয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ী। তাদের ভেজাল খাদ্য উৎপাদন এবং বিপণনের ফলে সারা বাংলাদেশ আজ ভেজালে আক্রান্ত। এসব ভেজাল খাদ্য গ্রহণ করে জনসাধারণ লিভার, কিডনী, ফুসফুসসহ দীর্ঘমেয়াদী অসুখে পতিত হচ্ছে। প্রশাসন ধারাবাহিকভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে। মাননীয় প্রধানমন্ত্রীও ভেজাল খাদ্য উৎপাদন এবং বিপণনকারীর বিরুদ্ধে তার দৃঢ় মনোভাব পোষণ করেছেন। ভেজাল খাদ্য উৎপাদকারী এবং বিপণনকারী উভয়েই দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজন। তিনি ভেজাল খাদ্য উৎপাদকারী এবং বিপণনকারীর সামাজিক পরিচয় গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান।

খোরশেদ আলম সুজন বলেন, সাহসিকতার সাথে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ইতিমধ্যে জনসাধারনের আস্থা অর্জন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমিন। আমরা চট্টগ্রামবাসীরপক্ষ থেকে আপনাকে সম্মাননা জানাতে এসেছি। সারা বাংলাদেশে আপনার মতো আরো অনেক সাহসী কর্মকর্তা আছে। তারা সবাই যদি নিজ নিজ দায়িত্ব থেকে ভেজাল এবং দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসেন তাহলে দেশ অচিরেই ভেজাল ও দুর্নীতিমুক্ত হবে। সুজন ঘুষ বন্ধে ঘুষ বোর্ড স্থাপনের মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার জন্য হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অভিনন্দন জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ ইলিয়াছ, ইকবাল বাহার, আব্দুর রহমান মিয়া, মোঃ নিজাম উদ্দিন, সংগঠনের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, সাইদুর রহমান চৌধুরী, মোরশেদ আলম, মোঃ শাহজাহান, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, জসীম উদ্দিন তালুকদার, মীর মোহাম্মদ সাইফুর রহমান প্রমূখ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি