চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে কয়েকদিনের মধ্যে। চট্টগ্রাম বিএনপি’র প্রভাবশালী নেতাদের ইঙ্গিত পেয়ে কেন্দ্রীয় ছাত্রদল চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু করেছে। বর্তমান কমিটিতে পদবঞ্চিতদের গুরুত্বপূর্ণ পদে রেখে ঘোষণা করা হতে পারে এ কমিটি।
ইতোমধ্যে নতুন কমিটির সভাপতি হতে তদবির চালিয়ে যাচ্ছেন অনেকেই। তারা প্রত্যেকেই বিএনপি’র কোন না নেতা আশীর্বাদপুষ্ট। সভাপতি পদ পেতে দৌড়ঝাপ করছেন শেখ রাসেল, জসিম উদ্দিন চৌধুরী, ফজলুল হক সুমন, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ, আলী মর্তুজা খানের নামও শোনা যাচ্ছে সভাপতি পদে।
এছাড়া সাধারণ সম্পাদক পদে তদবরি চালাচ্ছেন বিএনপি’ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত মোহাম্মদ মহসিন কবির। গোলজার হোসেন, মোহাম্মদ সাইফুল আলম, মোস্তাকিম মাহমুদ, সালাহ উদ্দিন আলী, নুরুল আলম শিপু তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মহসিন কবির বলেন, ‘তিন বছর আগের কমিটিতে আমাদের অনেককে মূল্যায়ন করা হয়নি। কারণ বর্তমান কমিটির নেতারা কমিটি পূর্ণাঙ্গই করতে পারেনি। তাই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে বিগত সময়ে যারা মূল্যায়িত হয়নি তাদের কেন্দ্রীয় ছাত্রদল মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ‘চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটি গঠন করবে। ত্যাগী ও পরিচ্ছন্নদের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যেই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হবে।’
চট্টগ্রাম মহানগর ছাত্রদলে কমিটি গঠন করা হয় ২০১৩ সালের ১৯ জুলাই। এক বছরের জন্য ১১ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কমিটি গঠনের তিন বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান কমিটি। ইতোমধ্যে এ কমিটি বিলুপ্ত করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
জানা গেছে, গাজী সিরাজকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাইনুদ্দিন শহীদ, ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মরতুজা আলী, জালাল উদ্দিন সোহেল ও জমির উদ্দিন নাহিদ। সাংগঠনিক সম্পাদক করা হয় হয়েছিল এইচ এম রাশেদকে।
এ কমিটিকে এক মাসের মধ্যে ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠাতে বলা হয়। কিন্তু এ তালিকা তিন বছর পার হলে পাঠাতে পারেনি তারা। এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে জানা গেছে।
এদিকে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ নতুন কমিটি গঠনের জন্য বাঁধা হয়ে দাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়ে বর্তমানে মেয়াদোত্তীর্ণ অবস্থায় তিনি কমিটি পূর্ণাঙ্গ করতে চান। এ নিয়ে সভাপতি গাজী সিরাজ ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু দুই মেরুতে অবস্থান করছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, ‘ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের সমন্বয়ে আমি ১৮১ সদস্যের তালিকা তৈরী করে কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুত করেছি। ভেদাভেদ ভুলে সকলের উচিত কমিটি পূর্ণাঙ্গ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া।’
সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘তিন বছর পার করার পর কমিটি পূর্ণাঙ্গ করার কোন সুযোগ নেই। আমরা চাই নতুন কমিটি ঘোষনা করা হোক। কেন্দ্রীয় ছাত্রদলও নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় হাত দিয়েছে।’