চট্টগ্রাম নগরীতে ফিরোজ আলী বাঁধন (১৩) নামে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাঁধনের চাচাত ভাই হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল চারটার দিকে পাহাড়তলী থানার সাগরিকায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাঁধন পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকার রমজান আলী মল্লিকের ছেলে। সে স্থানীয় পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ সূত্র জানায়, গত ৪ মে বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বাঁধন। এরপর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এরপর এ ঘটনায় জড়িত সন্দেহে বাঁধনের চাচাত ভাই হৃদয় আলী মল্লিককে (২১) রোববার দুপুরে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ ও পাহাড়তলী থানা পুলিশের যৌথ দল। একপর্যায়ে তার দেয়া স্বীকারোক্তিতে সাগরিকার খাল থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। এরপর বিকেলে হৃদয়ের বাসা থেকে আলামত উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়–য়া জানান, ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে শ্বাসরোধে বাঁধনকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছে,মেয়ে সংক্রান্ত মত পার্থক্য, গোপন তথ্য জানা ও টাকা পয়সার বিরোধের জেরে সে বাঁধনকে খুন করেছে। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।