লতিফ সিদ্দিকীর জামিন বিষয়ে আদেশ বুধবার


ঢাকা: বগুড়ায় দুদকের দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেবে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে,এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিন বিষয়ে আদেশের জন্য এ দিন ধার্য করে দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট ওমর ফারুক।

ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখ্য-২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে জেলার আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদ।

গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে লতিফ সিদ্দিকী জামিন আবেদনের পর তা নামঞ্জুর করে আদালত। ওইদিন থেকে তিনি কারাগারে রয়েছেন।