চট্টগ্রাম: গণতন্ত্র এখন গণভবনের চার দেয়ালে আবদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় হতে দেখা যাচ্ছে বিএনপির এই নারী নেত্রীকে।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, গণতন্ত্র এখন গণভবনের চার দেয়ালে আবদ্ধ হয়ে পড়েছে। স্বৈর সরকারের নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার কারণে সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানে জনসভা করার মৌলিক অধিকার হরণ করে সরকার আমাদের সাংগঠনিক তৎপরতা চার দেয়ালের মধ্যে করতে বাধ্য করছে।
তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকায় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। গণতন্ত্র ও আইনের শাসন না থাকার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে বাংলাদেশ ক্রমান্বয়ে কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
সাকিলা ফারজানা বলেন, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে নব্বইয়ের মত সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করছেন তা বেগবান করতে হবে।
ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিন, এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল, ফরহাদাবাদ বিএনপির সদস্য সচিব জয়নালা আবেদিন, হাটহাজারী যুবদলের আহ্বায়ক শাহেদুল আজম শাহেজদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য নুরুল ইসলাম, ফরহাদাবাদ যুবদলের সভাপতি রবি চৌধুরী, আলম শরীফ, আমসুল আলম, খোকন উদ্দিন, এনামুল হক, মো.শাহজাহান, মো.গিয়াস, জাবেদুল আলম, মো.আরাফাত সিদ্দিক, মো. ইয়াছিন প্রমুখ।