ঢাকা : এলডিপি’র মহাসচিব রেদোয়ান আহমেদকে গুলিসহ আট করা হয়েছে। সোমবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে শাহজালালে আসেন রেদোয়ান। বিমানবন্দরে স্ক্যানিং করার সময় তার ব্যাগে সাত রাউন্ড গুলি ধরা পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মানুযায়ী বিমানে গুলি ও অস্ত্র বহন করতে হলে আগেভাগেই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। রেদোয়ান আহমেদ তা করেননি।
শাহজালালের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বলেন, নিয়মবহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করার জন্য তাকে আটকে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। এরপর এলডিপি মহাসচিবকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
একুশে/এসসি