মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে নিষিদ্ধ ৩ টন পলিথিন উদ্ধার

প্রকাশিতঃ ৩০ জুন ২০১৯ | ৪:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানা এলাকায় রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত তিনটন পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুখকে আগামী ১ তারিখ শুনানিতে আসতে বলা হয়েছে।

রবিবার (৩০জুন) রিয়াজউদ্দিন বাজারের আল বুখারী হোটেলের সামনে ফারুকের গোডাউনে অভিযান চালিয়ে পলিথিনগুলো উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা একুশে পত্রিকাকে বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় পলিথিন ব্যবসায়ী মো.ফারুখের গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩৫ বস্তা পলিথিন উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩টনের মত। পলিথিন মজুদ রাখার অপরাধে মো. ফারুখ কে আগামী পহেলা জুলাই পরিবেশ অধিদপ্তর এর শুনানিতে আসতে বলা হয়েছে।

একুশে/এ এইচ/এসসি