মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ওসি মোয়াজ্জেমের চার্জ গঠন শুনানি ১০ জুলাই

প্রকাশিতঃ ৩০ জুন ২০১৯ | ৪:১৯ অপরাহ্ন

ঢাকা : ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের চার্জ গঠন শুনানি আগামি ১০ জুলাই ধার্য করেছেন আদালত। আজ (রোববার) মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন মোয়াজ্জেম হোসেনের আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। এসময় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামশ জগলুল হোসেনের আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১০ জুলাই দিন ধার্য করেন।

আদালত সু্ত্র জানায়, আসামি পক্ষের আইনজীবী আদালতে আরও দু’টি আবেদন করেন। প্রথমত তিনি এজলাসে পুলিশের উপস্থিতিতে আসামির সঙ্গে আইনজীবীদের প্রয়োজনীয় কথাবার্তা বলার সুযোগ চান, দ্বিতীয়ত মামলার আর্জিতে বর্ণিত (সংযুক্ত) পেনড্রাইভের কপির জন্য আবেদন করেন। আদালত পেনড্রাইভের কপির আবেদন মঞ্জুর করলেও এজলাসে কথা বলার আবেদন নামঞ্জুর করেন।

এর আগে রোববার সকাল ৯টার দিকে মোয়াজ্জেমকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকা জজ কোর্টে আনা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ২টায় তাকে আদালতের ৪ তলায় অবস্থিত বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে নেয়া হয়।

একুশে/এসসি