জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেসকে নিয়োগ দিয়েছে সাধারণ পরিষদ।
বৃহস্পতিবার ১৯৩ সদস্যের এই পরিষদ ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৫ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে অনুমোদন দেয়।
৬৭ বছর বয়সী গুতেরেস বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন। দুটি মেয়াদ পার করে ২০১৬ সালের শেষে পদত্যাগ করবেন এই দক্ষিণ কোরিয়ান। গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ছিলেন। এনডিটিভি।