রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অবৈধ গাড়ি চললে বৈধ গাড়ি চলাচল বন্ধ করার হুমকি

| প্রকাশিতঃ ৮ মে ২০১৬ | ১২:৩৭ অপরাহ্ন

chittagong trafficঅনিবন্ধিত সিএনজি চালানোসহ আট দফা দাবিতে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিবহন ধর্মঘট প্রত্যাখানের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। একই সাথে অনিবন্ধিত যান চলাচলের অনুমতি দিলে নিবন্ধিত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘সড়কে যদি অনিবন্ধিত যানবাহন চালানো যায় তাহলে বৈধ বাস, ট্রাক, টেম্পু, হিউম্যান হলারের মতো যানবাহন মালিকদের কী অপরাধ? তারাও কেন ওই ধর্মঘটের আওতায় থাকবে? এই শহরের ৬০ লাখ নগরবাসীকে কেন অনৈতিক ও অন্যায় দাবির আদায়ে ডাক দেওয়া ধর্মঘটের মাশুল দিতে হবে। প্রশাসন যদি তাদের অনৈতিক ও অন্যায় দাবির মুখে অবৈধ গাড়ি চলাচলের অনুমতি দেয় তাহলে ১৯ মে থেকে সব বৈধ যানবাহন বন্ধ করে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী, হায়দার আজম চৌধুরী, আবদুল মান্নান, এসকে সিকদার, তরুল কান্তি দাশ, জিয়াউদ্দিন শরিফ মিজান, রায়হানুল হক চৌধুরী, লেয়াকত আলী, স্বপন সিংহ, মোহাম্মদ জাকির, আবদুল মতিন, গাজী জামাল উদ্দিন, দীলিপ চৌধুরী প্রমুখ।