মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বাঁশখালী থেকে ইয়াবা নিয়ে এসে আন্দরকিল্লায় ধরা

প্রকাশিতঃ ২৯ জুন ২০১৯ | ৭:১১ অপরাহ্ন

চট্টগ্রাম : বাঁশখালী থেকে ইয়াবা নিয়ে এসে নগরের আন্দরকি্ল্লায় র‌্যাবের হাতে ধরা পড়লেন মো. জাকির হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ী।

শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানা এলাকার আন্দরকিল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় আটক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক জাকির হোসেন কক্সবাজার জেলার চকরিয়া ডুলাহাজারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, বাঁশখালী থেকে জাকির হোসেন এসব ইয়াবা নিয়ে এসেছে। এই ইয়াবাগুলো আন্দরকিল্লায় আরেকজনকে হস্তান্তর করার কথা ছিল।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা মোড়ে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

একুশে/এসসি