নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। তারাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউটে ‘বাংলাদেশ আওয়ামী লীগ: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তৃণমূলই আওয়ামী লীগের শক্তি মূলচালিকা শক্তি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অনেক সময় নেতারা বিচ্যুত হয়েছেন, বিপদে সরে গিয়েছেন কিন্তু তৃণমূল বিচ্যুত হয়নি, সবসময় পাশে থেকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। কর্মীরা সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছে।