রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অস্ত্রসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা রণি কারাগারে

| প্রকাশিতঃ ৮ মে ২০১৬ | ১২:৩৫ অপরাহ্ন

ronyচট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনের একটি ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ গ্রেফতারকৃত নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানো হয়েছে। দুই বছরের কারাদন্ড পাওয়া এই ছাত্রলীগ নেতাকে রোববার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন জানান, জাল ভোট দেওয়া ও ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে রণিকে এক বছর করে মোট দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম হারুন অর রশিদ। এছাড়া রণির কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনা থানায় একটি মামলা হয়েছে।

এর আগে গত শনিবার দুপুরে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্র থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি, একটি সিল ও নগদ ২৬ হাজার টাকাসহ রনিকে আটক করে বিজিবি। পরে তাকে হাটহাজারী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিচারিক হাকিম হারুনর রশিদ তাকে দুই বছরের দন্ড দেন।

এদিকে রণিকে গ্রেফতারের প্রতিবাদে গত শনিবার রাত ১০টা থেকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন, জিইসি, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর রোববার দুপুরে রণির মুক্তির দাবিতে চট্টগ্রামের আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এরপর সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে অবস্থান ধর্মঘটে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এসময় জেলা প্রশাসক বলেন, আমি ব্যক্তিগতভাবে রণিকে চিনি। সে একজন ভাল আদর্শবান নেতা। সে সুস্থ রাজনৈতিক কর্মসূচী পালন করে। তার গ্রেফতার হওয়া এবং দন্ডিত হওয়া দুঃখজনক। তাকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে আমি সহযোগিতা করবো।