সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নগর বিএনপির ৫২ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

প্রকাশিতঃ ২৬ জুন ২০১৯ | ৮:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম : নগর বিএনপির ৫২ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো আসামিরা সবাই নগরের পতেঙ্গা থানা বিএনপির নেতা-কর্মী বলে আদালত সুত্রে জানা গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মো. মিয়া ভোলা, নগর যুবদলের সহসভাপতি মো. ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ রয়েছেন জানায় সুত্রটি।

বুধবার (২৬ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, উভয় পক্ষের শুনানি শেষে আদালত অসুস্থ ও বয়স্ক হওয়ায় সাতজনের জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া বাকি ৫২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনপির রাজনীতি করার কারণে তারা মামলার আসামি হয়েছেন উল্লেখ করে বিএনপির নেতা-কর্মীদের আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী শুনানিতে আদালতকে বলেন, আসামিরা সবাই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। এরা কেউ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ কিংবা নাশকতার সঙ্গে জড়িত নন। যে ১০টি মামলায় তাদের আসামি করা হয়েছে এগুলো সম্পূর্ণ গায়েবি মামলা। ওই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

তিনি বলেন, নেতা-কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও গায়েবি এসব মামলার আসামি। তাদের জামিন মঞ্জুর করা হোক। জামিনে থাকলে তারা কোনো ধরনের অপরাধে জড়াবেন না। এখন সেই পরিস্থিতিও নেই।

আদালত সূত্র আরো জানায়, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আগে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে নাশকতার অভিযোগে পুলিশের নগরের পতেঙ্গা থানায় করা ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন ৫৭ আসামি। মেয়াদ শেষ হওয়ার পর তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, এরা সবাই ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি। জামিনে থাকলে পরিস্থিতির আবারো অবনতি ঘটাতে পারেন।

একুশে/এসসি