প্রিয়াঙ্কা চোপড়ার খবর মানেই এখন হলিউড প্রসঙ্গ। বলিউড নিয়ে খুব একটা আলোচনায় নেই এই বলিউড তারকা। তার অভিনয় গুণে হলিউডে একটু একটু করে জায়গা করে নিচ্ছেন তিনি। তার অভিনয় ও আচরণে মুগ্ধ হলিউডের অনেক তারকা। তাই তাদের মুখে অনেক সময়ই প্রিয়াঙ্কার প্রশংসা শোনা যাচ্ছে।
সম্প্রতি তার প্রসঙ্গে বললেন অভিনেতা রাসেল টভি। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা বেশ উচ্ছ্বসিত একটি মেয়ে। সবসময় হাসিখুশি থাকেন। তার সঙ্গে অনেকক্ষণ আড্ডায় মেতে থাকা যায়।’ এই মন্তব্যটি তিনি করেন স্টার ওয়ার্ল্ডকে দেওয়া এক বিবৃতিতে।
এছাড়াও কোয়েন্টিকো সিরিজে প্রিয়াঙ্কার অনেক সহশিল্পী তার প্রশংসা করে মন্তব্য করেন বিভিন্ন গণমাধ্যমে। রাসেল টভি বলেন, ‘প্রিয়াঙ্কার অভিনয় দক্ষতা নিয়ে বলার কিছু নেই। এরইমধ্যে তার অভিনয় প্রশংসিত। মেধাবী একজন অভিনেত্রী তিনি।’
তাদের এই মন্তব্য শুনে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউড থেকে হলিউডে গিয়ে এমন প্রশংসা সত্যি অনেক ভালো লাগে। অভিনয় কতটা করতে পেরেছি বা দর্শকদের কতটা ভালো লেগেছে এসব কিছুকে ছাপিয়ে আমার সহশিল্পীদের আন্তরিকতা ও ভালোবাসা এখন আমার কাছে মুখ্য। কারণ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন।’