ঢাকা : জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেল বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে চায় ; বলেন তিনি। তারা জানতে চায় আমরা কিভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে রুখে দিয়েছি যোগ করেন আইজিপি।
সোমবার (২৪ জুন) ফরিদপুর কমিউনিটি পুলিশিং আয়োজিত মাদক ও জঙ্গীবাদ নির্মূল বিষয়ক সমাবেশে বক্তব্য ছিলেন পুলিশের এই মহাপরিদর্শক।
অনুষ্ঠানে মাদক ছেড়ে আলোর পথে আসা ৭০ জন মাদক ব্যবসায়ীকে ভ্যান ও সেলাই মেশিন প্রধান করেন আইজিপি।
তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে বিশ্ববাসী আমাদের প্রশংসা করছে। সাম্প্রতিককালে মাথাছাড়া দিয়ে উঠা জঙ্গিবাদকে আইনশৃঙ্খলা বাহিনী নির্মূল করে দিয়েছে। দেশে জঙ্গিবাদসহ যেকোনে সন্ত্রাসী কাজ নির্মূলে বাংলাদেশ পুলিশ পুরোপুরি সক্ষম।
পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স হিসেবে কাজ করছে উল্লেক করে জাবেদ পাটোয়ারি বলেন, জঙ্গিবাদ নিয়ে ভীত হওয়ার কোন কারণ নেই। এখন রুখতে হবে মাদক। মাদকের করাল গ্রাস তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটি ঠেকাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ফরিদপুর পুলিশ সুপার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা প্রমূখ।
একুশে/এসসি