ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

 

ঢাকা : ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় মিজানের স্ত্রী, ভাই ও ভাগ্নেকে আসামি করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দুদক এই মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর মামলায় অভিযুক্তরা যাতে দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার।

জানা গেছে নির্দেশনা পাওয়ার পর হিলি ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তে ও চেকপোস্ট এলাকায় নজরদারী বাড়িয়েছে। পাসপোর্টধারী যেসব যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, তাদের ছবি, নাম-ঠিকানা তথ্য-প্রযুক্তির মাধ্যমে সতর্কতার সাথে যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে। আবার ভারত থেকে দেশে আসার পথে একইভাবে দেখা হচ্ছে। ইমিগ্রেশন কার্যালয়ে থাকা পূর্বের গ্রেপ্তারি পরোয়ানার তালিকা দেখেও যাত্রীদের ছবি, নাম-ঠিকানা মেলানো হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবীর বলেন, ‘এই পথ ব্যবহার করে ডিআইজি মিজান যাতে কোনোভাবেই ভারতে পালাতে না পারেন সেজন্য হেডকোয়ার্টার থেকে দিনাজপুর পুলিশ সুপারের মাধ্যমে একটি নির্দেশনা পেয়েছি। এর পরপরেই তার নাম কালো তালিকাভুক্ত করে ব্লক করে দেয়া হয়।

একুশে/এসসি