মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চমেক হাসপাতালে ভুয়া এনএসআই সদস্য আটক

প্রকাশিতঃ ২৪ জুন ২০১৯ | ৬:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক ভুয়া এনএসআই সদস্য আটক করেছে হাসপাতলের ফাঁড়ির পুলিশ। হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়েছে জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।

সোমবার (২৪ জুন) তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত পুলিশ সদস্য ইমরানের সঙ্গে আব্দুল মান্নানের কথা কাটাকাটির হলে এক পর্যায়ে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দেন। পরে পুলিশ তার পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করলে তা ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে আটক করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

একুশে/এসসি