চট্টগ্রামে পুলিশ উইমেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২৭ জুন

চট্টগ্রাম : প্রথমবারের মতো চট্টগ্রামে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে এমনটি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান। কাজের স্বীকৃতিস্বরূপ ১০ পুলিশ সদস্যকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতির কথাও জানান সিএমপির এই মুখপাত্র।

রোববার (২৪ জুন) নগরের দামপাড়া পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন, দেশের নারী পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএএন)। এবার `বাংলাদেশ উইমেন পুলিশ এওয়ার্ড’ পাচ্ছেন চট্টগ্রামের ২ জন। তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা এবং কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

চট্টগ্রামে প্রথম এ অনুষ্ঠান উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। তাছাড়া বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে ঢাকায় তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রসঙ্গে তিনি বলেন, ২৭ জুন সকাল ১১টায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জাবেদ পাটোয়ারী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেখানে শুধুমাত্র পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার থাকবে।

একইদিন বিকাল ৪টায় জিইসি কনভেনশন হলে সিএমপি’র উদ্যোগে অনুষ্ঠিত হবে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ। স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বলে জানান মাহবুবর রহমান।

এতে আরো উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল ও এমএ লতিফ।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের র‌্যালি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সিএমপি’র অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. আব্দুল ওয়ারিশসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একুশে/এসসি