চট্টগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেফতার

চট্টগ্রাম : চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার কাছে থাকা প্রবেশপত্রে ‘টেম্পারিংয়ের’ সত্যতা পাওয়া গেলে তাকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ জুন) নগরের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন সোবহান (২৬)। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ফরিদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তারিফুল ইসলামের বদলি হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন ফরিদ উদ্দিন। জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়া কথা স্বীকার করলে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একুশে/এসসি