রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

হরতালে স্বাভাবিক ছিল চট্টগ্রাম

| প্রকাশিতঃ ৮ মে ২০১৬ | ১০:১৭ পূর্বাহ্ন

chittagong trafficযুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালে চট্টগ্রামে সবকিছু ছিল স্বাভাবিক। রোববার সকাল থেকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। নগরী ও জেলার কোথাও অপ্রীতিকর কিছুর খবরও পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসে বন্দরনগরীর সড়কগুলো। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রাম থেকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের দোকান-পাট যথারীতি ব্যবসায়িক কাজকর্ম হয়েছে। খোলা ছিল নগরীর বিভিন্ন বিপনী বিতান ও মার্কেট। এছাড়া নগরীর মাঝিরঘাট, বাংলাবাজার এলাকায় কর্ণফুলী নদীর ঘাট এবং বিভিন্ন গুদামে ট্রাকে পণ্য বোঝাই হয় পুরোদমে। চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামার কাজও স্বাভাবিক ছিল।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, হরতালে নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুরপাল্লার যানবাহনও চলাচল করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল বলেন, চট্টগ্রামের কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। হরতালে জনজীবনেও তেমন প্রভাব পড়েনি। সবকিছু স্বাভাবিক ছিল।