চট্টগ্রামে প্রাইভেট কার থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

চট্টগ্রাম : চট্টগ্রামে একটি প্রাইভেট কার থেকে সাড়ে পনের কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‌্যাব)। এসময় আরো তিনজনকে আটক করা হয়। কুমিল্লা থেকে প্রাইভেট কারে তারা গাঁজা নিয়ে চট্টগ্রাম আসছিল বলে জানায় র‌্যাব।

বুধবার (১৯ জুন) ভোরে তাদের কুমিরা থেকে আটক করা হয়।

আটকরা   হলেন, মো. রাকিব হোসেন (২৬), রানা দে (২৬) ও মো. সাইফুদ্দিন (২৮)।

‌র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা এলাকার রয়েল সিমেন্ট ফ্যাক্টরীর গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১৩-৩৯৮১) জব্দ করা হয়েছে।

একুশে/এসসি