গুলশান হামলা নিয়ে ফারুকীর ছবি ‘হলি বেকারি’

sarrwar-faruki‘ডুব’-এর পর মোস্তফা সরোয়ার ফারুকী ‘হলি বেকারি’ নামের একটি ছবি নির্মাণের কাজে হাত দিচ্ছেন। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হবে। ছবিটি এক শটেই নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমেরিকার জনপ্রিয় সাময়িকী ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে ফারুকী নিজেই এ তথ্য জানিয়েছেন। আগামী বছরের শুরুর দিকেই ‘হলি বেকারি’ ছবির কলাকুশলী কারা হচ্ছেন তা ঠিক করা হবে। ছবিটির নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের মার্চে। ছবিটি প্রযোজনা করবে ছবিয়াল।

বর্তমানে বুসান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরির ছবির বিচারক হিসেবে দায়িত্ব করতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন তিনি।

ফেসবুকে ফারুকী লিখেছেন, হ্যাঁ, ডুব এর পরপরই “হলি বেকারি” হচ্ছে । আশা করি, নতুন আরেকটা জার্নির আনন্দ এবং বেদনা পাবো। ততদিন পর্যন্ত চলেন আমরা “ডুব”এর অপেক্ষায় থাকি। সবার জন্য ভালোবাসা রইল।