ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ। মিঠুন ‘ক্রোনিক ব্যাক ট্রাবল’-এ ভুগছেন। বর্তমানে বিশ্রামের জন্য লস অ্যাঞ্জেলেসে আছেন তিনি। মিঠুনের ম্যানেজারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
মিঠুনের ম্যানেজার জানান, দাদা (মিঠুন) অসুস্থ। দুই সপ্তাহ হলো বিশ্রামের উদ্দেশ্যে তিনি লস অ্যাঞ্জেলেস গেছেন এবং এ মাসের শেষে দেশে ফিরবেন। দাদা ‘ক্রোনিক ব্যাক ট্রাবল’-এ ভুগছেন। এজন্য তিনি মাঝে মাঝে একা সময় কাটান। এছাড়া তার ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ সমস্যা রয়েছে। তবে এ জন্য তার কোনো সার্জারি করতে হয়নি।
জানা গেছে, মিঠুনের এ সমস্যা দেখা দেয় ২০০৯ সালে ‘লাক’ সিনেমার শুটিংয়ের সময়। সিনেমাটিতে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে একটি ছিল হেলিকপ্টার থেকে লাফ দেয়ার দৃশ্য। সে দৃশ্যের শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মিঠুন।