চট্টগ্রাম : চট্টগ্রামে চার হাজার ইয়াবাসহ বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাকে কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা এলাকার জামালপাড়ায় নাসিম মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. নুরুল ইসলাম (৫০) ও তার মেয়ে শিরিন আক্তার মনি (১৮)। তারা কর্ণফুলীর দক্ষিণ শিকলবাহার জামালপাড়া এলাকার নাসিম মাঝির বাড়ির বাসিন্দা।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (উত্তর) কাজল আহমেদ চৌধুরী বলেন, নুরুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইয়াবাসহ গ্রেপ্তার বাবা-মেয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একুশে/এসসি