চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে আটকের পর ম্যাজিস্ট্রেট তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার দুটি ধারায় দুই বছরের দণ্ড দিয়েছেন।
শনিবার দুপুরে হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।অভিযানে তার শরীর তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার পকেট থেকে নগদ ২৬ হাজার টাকাও জব্দ করা হয়। আটকের পর ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক দণ্ড প্রদান করে।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ বলেন, ‘রণিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬, ৭৪ (২) এর ‘খ’ ও ‘গ’ ধারা ১ বছর এবং ৭৫ (১) এর ‘ক’ তে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।’