সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরানো হতে পারে পাকিস্তানের গুপ্তচর প্রধানকে

প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৬ | ৬:৩৯ অপরাহ্ন

rizwanকাশ্মীরের উরির সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। এরপর ভারতের কূটনৈতিক চালে বিশ্বের দরবারে পাকিস্তানের একঘরে হয়ে যাওয়া। একের পর চাপে ক্রমশ কোণঠাসা পাকিস্তান সরকার। যার প্রভাব পড়ছে দেশটির প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ওপরেও।

ভারতীয় মিডিয়ার খবর, এ কয়েক সপ্তাহের মধ্যেই সরিয়ে দেওয়া হতে পারে আইএসআইয়ের পরিচালক লে. জেনারেল রিজওয়ান আখতারকে। ২০১৪ সালে র সেপ্টেম্বরে আইএসআই-এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, যেভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমানায় ঢুকে জঙ্গি ঘাঁটির ওপরে আঘাত হেনে এসেছে ভারত, তাতে পাকিস্তান সেনার মনোবল তলানিতে এসে ঠেকেছে। পরিস্থিতি সামাল দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

যদিও পাকিস্তানি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি। কে হতে পারেন রিজওয়ানের পরিবর্ত? জেনারেল নাভিদ মুখতারকে এবার আইএসআই-এর দায়িত্ব দেওয়া হতে পারে। এমনিতেও রিজওয়ানের চাকরির মেয়াদ শেষের পথে। তার মেয়াদ বাড়ানোর কথা চলছিল। তবে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরে সেই সম্ভাবনা কার্যত শেষ।