চট্টগ্রাম : নগরের কোতোয়ালী এলাকার পুরাতন গীর্জা রোডস্থ নিবাস আবাসিক হোটেল এর সামনে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ চৌদ্দ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
বুধবার (২৯ মে) অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবীরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. কামাল প্রকাশ চিটিং কালাম (৫০)। সে নোয়াখালী জেলার হাতিয়া থানার ৮নং ওয়ার্ড বুঢ়িরচর ইউনিয়নের বাসিন্দা মৃত মৃত নূর মোহাম্মদের ছেলে। বর্তমানে সে ডবলমুরিং খানাধীন মুহুরীপাড়া এলাকায় ডা. সুমন জমিদারের বাসায় ভাড়া থাকেন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা আসামীদের পরষ্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ অস্ত্রগুলি নিয়ে রাতের বেলায় কোতোয়ালী থানাধীন এবং মহানগর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্র সহ অবস্থান করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।
একুশে/এসসি