সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজনীতিতে ফেরার কথা ভাবছেন টনি ব্লেয়ার

প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৬ | ৭:৫৬ অপরাহ্ন

tonyব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আবারো রাজনীতিতে ফিরে আসতে পারেন। সম্প্রতি ‘ইস্কোয়ার’ নামে একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তেমনটাই ইঙ্গিত করেন।

টনি ব্লেয়ার বলেন, ব্রিটেন যেভাবে ‘এক দলীয় রাষ্ট্রে’ পরিণত হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন। রাজনীতিতে মধ্যপন্থীরা যেভাবে বিপদের মধ্যে আছে, তাতে তিনি নতুন করে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই তিনি এ অবস্থায় কী ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে ভাবছেন।

২০০৭ সালে রাজনীতি থেকে অবসরে যান তিনি। জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি যে পথে যাচ্ছে, টনি ব্লেয়ার তার কড়া সমালোচক। টনি ব্লেয়ারের নেতৃত্বে ব্রিটেনের লেবার পার্টি পর পর তিনটি নির্বাচনে জয়ী হয়। কিন্তু ২০০৩ সালে ব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। লেবার পার্টির অনেক সমর্থক এবং ব্রিটেনের অনেক মানুষ তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন।

ইরাক যুদ্ধের ব্যাপারে ব্রিটেনে এবছর যে সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে টনি ব্লেয়ারের সমালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে টনি ব্লেয়ার দীর্ঘদিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। তবে এর পাশাপাশি তিনি নানারকম ব্যবসা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে যুক্ত থেকে বিপুল অর্থ উপার্জন করেন। -বিবিসি