সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টেকনাফে এক লাখ ইয়াবাসহ পাচরকারী আটক

প্রকাশিতঃ ২৬ মে ২০১৯ | ৩:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকা থেকে এক লাখ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে মাদক লেনদেনের নগদ ৩ লাখ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

রোববার (২৬ মে) দুপুরের দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম, আব্দুল আমিন (২৯)। আমিন একই এলাকার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আজিম জানান, একটি অটোরিকশায় করে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে র‌্যাব সদস্যরা হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায়। টের পেয়ে অটোরিকশা চালক পালিয়ে গেলেও পাচারকারী আমিন র‌্যাবের হাতে ধরা পড়ে। পরে অটোরিশাটিতে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, মাদক লেনদেনের নগদ তিন লাখ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার ও অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

একুশে/এসসি