চট্টগ্রাম : কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার।
গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে বলে জানান তিনি। উদ্ধার হওয়া রোহিঙ্গারা থানা হেফাজতে রয়েছে।
ওসি বলেন, সম্প্রতি সক্রিয় হয়ে উঠা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এই রোহিঙ্গাদের নিয়ে পাচারের উদ্দ্যেশ্যে জড়ো করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন সরে পড়ে।
একুশে/এসসি