পাকিস্তানের বিরোধীতায় সোনাক্ষী

sonakshiভারত-পাকিস্তান দ্বন্দ্বের ফল বলিউডপাড়া পর্যন্ত গড়িয়েছে শুরু থেকেই। ভারতে স্থায়ীভাবে থাকছেন এমন পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। সেই নির্দেশে এরইমধ্যে ভারত থেকে নিজ দেশ পাকিস্তানে ফিরে গেছেন অনেক তারকাই। এবার পাকিস্তানের বিরোধীতা করে মন্তব্য করেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা।

তিনি প্রকাশ্যে জানান, পাকিস্তানি কোনো চরিত্রে তিনি আর অভিনয় করবেন না। সোনাক্ষী বলেন, ‘কাশ্মির শুধু কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি আমাদের দেশের ইস্যু। তাই আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করা। তাই আমি আর পাকিস্তানি চরিত্রে অভিনয় করবো না।’ সম্প্রতি সোনাক্ষীর ‘নূর’ ছবির ট্রেইলার রিলিজ পেয়েছে। আর এই ছবিতে পাকিস্তানি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে খুবই চঞ্চল স্বভাবে এক মেয়ে হিসেবে দেখা যাবে তাকে।

মেয়েটি ওল্ড মদ খায় রাতের বেলায়। তবে এক সময় সে তার এই জীবন থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তাই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিজ্ঞা করে যে, ‘আর কখনো কোনো ধরনের উচ্ছৃংখল জীবনযাপন করবে না।’

তবে এই ছবিটিতে কেন তিনি পাকিস্তানি চরিত্রে অভিনয় করলেন সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই তাকে করেছেন সাংবাদিকরা। সেই উত্তরে তিনি বলেন, ‘আমি কোনো পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করিনি। ‘নূর’ ছবিটি পাকিস্তানের পটভূমি নিয়ে তৈরি হয়েছে। এখানে আমি সেই পটভূমির একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি।’