চট্টগ্রামের হাটহাজারী থেকে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রণিসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও ১৫ রাউন্ড গুলি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের সময় তাদের আটক করা হয়।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নির্দেশে তাদের আটক করা হয়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২ টার দিকে মির্জাপুর ইউনিয়নের ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নুরুল আজিম রনির নের্তৃত্বে বেশকিছু ছাত্রলীগের নেতাকর্মী জড়ো হন। সেখানে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাসেলও ছিলেন।একসময় ওই কেন্দ্রে গোলযোগ হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মকান্ডে নির্বাচনের পরিবেশ বিঘিœত হওয়ায় তাদের আটকে বিজিবি সদস্যদের নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। বিজিব সদস্যরা এ সময় ছাত্রলীগ নেতা রনি ও রাসেলসহ নয়জনকে আটক করে। পরে আটককৃতদের তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।
এরপর দুপুর ২টার দিকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ ফের শুরু হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।