ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ

banglaআন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের পরিচয় তুলে ধরতে বাংলাদেশ অবশেষে নিজস্ব ডোমেইন হিসেবে ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নাম (আইডিএম) ডট বাংলা (. বাংলা) বরাদ্দ পেয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তুরস্ক থেকে টেলিফোনে সাংবাদিকদের জানান, ‘ইন্টারনেট কর্পোরেশন অব এসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) বুধবার বাংলাদেশের অনুকূলে ডট বাংলা ডোমেইন বরাদ্দের ঘোষণা দেয়।’

তিনি ডট বাংলা ডোমেইন অর্জনকে পরিচয়ের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বর্ণনা করে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির অনুমোদনের পর এটি বাংলা ভাষার আরেকটি অর্জন।’

তারানা হালিম বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃঢ় ভূমিকায় দীর্ঘ প্রক্রিয়াগত লড়াই শেষে বাংলাদেশ এটা অর্জন করে। তিনি জানান, সিয়েরে লিয়নও ডট বাংলা ডোমেইন -এর জন্য চেষ্টা করেছিল।

কবে থেকে ডট বাংলা ডোমেইন -এর ব্যবহার শুরু হবে এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন খুব শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে। -বাসস।