ছন্দ বীথিকা ও কথা’র আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন শওকত বাঙালি

চট্টগ্রাম : ভারতের রেজিস্টার্ড বাচিক সংগঠন ছন্দ বীথিকা ও সাংস্কৃতিক সংগঠন কথা কনভেনটোরিয়াম-এর আমন্ত্রণে কলকাতা যাচ্ছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

আগামীকাল সোমবার বেলা দু’টা দশ মিনিটে শাহ্ আমানত বিমান বন্দর থেকে রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি কলকাতা পৌঁছবেন।

ছন্দ বীথিকা ও কথা কনভেনটোরিয়াম’র নানা আয়োজন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি গঠনের ব্যাপারে তিনি ভারতের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করবেন।

তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ভারত নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও মতবিনিময় করবেন। শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথেও তাঁর নির্ধারিত সভা রয়েছে।

আগামী ২০ মে পর্যন্ত তিনি কলকাতা অবস্থান করবেন এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাতসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি