গ্রামের নিম্নবর্গের একজন অসহায় মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ নিয়ে চলতে চলতে একপর্যায়ে নিজেই চোর হয়ে ওঠে-এমন পটভূমিকায় নির্মিত হয়েছে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদের টেলিছবি ‘নিশিপুত্র’।
গল্পের বাঁকে বাঁকে দেখানো হয়েছে মানবিক বিপর্যয়, ভাতের অভাব, চিকিৎসার অভাবে একমাত্র কন্যা হারানোসহ নিদারুণ সব দৃশ্য। শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম ৬টি চরিত্রে অভিনয় করেছেন টেলিছবিটিতে। কখনো তিনি গ্রামের আড়ৎদার, কখনো চেয়ারম্যান, মাতুব্বর, নেতা, আবার কখনো নারী পাচারকারী।
গল্পের আরেক মূল চরিত্রে চোরের ভূমিকায় অভিনয় করেছেন প্রভিভাবান শিল্পী শতাব্দি ওয়াদুদ। আর স্ত্রীর অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।
মোহাম্মদ ইকবাল হোসেনের গল্প অবলম্বনে ‘নিশিপুত্র’ টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা ও ফরিদ উদ্দিন মোহাম্মদ। নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ।
নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, গল্প বলার ঢঙ ও নির্মাণে কিছুটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।
আগামী ৬ অক্টোবর সন্ধ্যা ৭:৫০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে টেলিছবিটি প্রচারিত হবে। এছাড়াও ঐদিন রাত একটায় ও ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় পুনঃপ্রচার করা হবে।