রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

| প্রকাশিতঃ ৭ মে ২০১৬ | ৬:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে দু’জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত।

শুক্রবার রাতভর অভিযানে পশ্চিম গণ্ডামারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম গণ্ডামারার সোয়াজান তালুকদারের ছেলে শফিউল আলম (৩০) ও  মৃত আমির আলীর ছেলে আলী নবী (৪৫)।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের উপর হামলার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক ও একটি দেশিয় তৈরি এলজি এবং চার রাউণ্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’

প্রসঙ্গতগত ৪ এপ্রিল গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।