আগামী ৩ মের পর আঘাত হানতে পারে ‘ফণী’


ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি গত শনিবার ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ‘ফণী’ নামের এই ঘূর্ণিঝড় তিন দিন ধরে বেশ মন্থর গতিতে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। গতি মন্থর হলেও বঙ্গোপসাগরে বেশ শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ফণী।

আরও কয়েক দিন ধীর গতি নিয়ে এগিয়ে সাগর থেকে এগিয়ে যেতে থাকবে ঘূর্ণিঝড়টি। আর বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে আগামী ৩ মের পর। এমনই আভাস দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে বলে মনে হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রূপ নিয়েছে এটি। কিন্তু বাংলাদেশ উপকূলে আগামী ৩ মে রাতে অথবা ৪ মে দুপুরের দিকে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড় রূপে এ দেশে আঘাত করলেও ফণী কিছুটা দুর্বল হয়ে যেতে পারে।

আরিফ হোসেন বলেন, ফণী এখন ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে রয়েছে। এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে করে ফণী সাতক্ষীরা, খুলনা উপকূল পেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে চট্টগ্রাম উপকূল দিয়ে যাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। যেদিক দিয়েই যাক না কেন, উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ফণীর প্রভাবে বৃষ্টি হতে পারে।

এদিকে ফণীর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।