শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কাল খালেদা জিয়ার জামিন শুনানি

প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০১৯ | ৮:০০ অপরাহ্ন


ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আজ (সোমবার) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

জেল থেকে মুক্তি পেতে হলে জিয়া চ্যারিটেবল মামলাসহ আরো তিনটি মামলায় খালেদা জিয়াকে জামিন পেতে হবে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত সময়ে খালেদা জিয়া ন্যায়বিচার না পেলেও এবার পাবেন বলে আশা করছি।

একুশে/এসসি