কারিনার নামে আয়কর রিটার্ন দাখিল অজ্ঞাত ব্যক্তির!

kareena kapoorকারিনা কাপুরের নামে আয়কর রিটার্ন দাখিল করেছে কোনো এক অজ্ঞাত ব্যক্তি। আর এই ঘটনা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

পুলিশের কাছে গিয়ে কারিনা অভিযোগ করেন, ‘তার অজ্ঞাতে তার নাম ভাঁড়িয়ে আয়কর রিটার্ন দাখিল করেছে কোনো এক অজ্ঞাত ব্যক্তি।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, অভিনেত্রীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রদীপ ঠক্কর মুম্বাই পুলিশের সাইবার সেল শাখার ডেপুটি কমিশনার সচিন পাতিলের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

সেখানে বলা হয়েছে, কেউ বা কারা কারিনার প্যান কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড হাতিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করেছে। এরপরই তথ্যপ্রযুক্তি আইনের আওতায় পুলিশ একটি ‘পরিচয় চুরি’ মামলা দাখিল করে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।