সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কাশ্মিরে ভারতের সেনা ক্যাম্পে আবারো জঙ্গি হামলা, নিহত ১

প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৬ | ৪:২৬ অপরাহ্ন

army-indiaকাশ্মিরে ভারতের এক সেনা ক্যাম্পে আবারো হামলার চেষ্টা করেছে জঙ্গি সংগঠন। বিবিসি ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, ভারি অস্ত্র ও গ্রেনেডসহ এক দল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন মারা যায়। অপর একজন আহত হয়।

কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের এই ক্যাম্পটি অবস্থিত। এই ইউনিটটি মূলত যেকোনো হামলার ক্ষেত্রে পাল্টা আঘাত হানার জন্য সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়।

ভারত তার পাকিস্তান সীমান্তে ‘সার্জিকাল স্ট্রাইক’ শুরু করার তৃতীয় দিনে জঙ্গি এই হামলার ঘটনা ঘটল।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের সহায়তায় শুরু হওয়া জঙ্গি আক্রমণের ভিত্তি আমরা ধ্বংস করে দিয়েছি। এদিকে বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান।

উল্লেখ্য, কাশ্মিরের উরিতে এক সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ১৮ সেনা সদস্যকে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। বিষয়টি নিয়ে প্রতিবেশী এই দুই পরমাণু শক্তির রাষ্ট্রে আবারো যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিবিসি।