নুসরাত হত্যা : মামলার চার্জশিট মে মাসে-পিবিআই

ঢাকা : ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার চার্জশিট আগামী মে মাসের মধ্যে আদালতে দাখিল করা হবে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত কররেছেন।

বনোজ কুমার মজুমদার বলেন, মামলার ডকুমেন্ট (কাগজপত্র) নিয়ে মামলাটি রেকর্ড করতে আমাদের সময় লাগছে। যদি এর মধ্যে আর কোনো ঘটনা না ঘটে তাহলে আমরা এক মাসের মধ্যে অর্থাৎ আগামী মে মাসের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দেবো।

একুশে/এসসি