নুসরাত হত্যা : পাহারাদার শাকিল গ্রেফতার

ফেনী : সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৬টায় ফেনী শহরের উকিল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার নাম মহিউদ্দিন শাকিল (২৫)। শাকিল সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের রহুল আমীনের ছেলে।

এর আগে আসামি শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিনের আদালতে দেওয়া স্বীকাররোত্তিমূলক জবানবন্দিতে শাকিলের নাম উঠে আসে। নুসরাতকে পুড়িয়ে হত্যা সময় শাকিল মাদ্রাসার মূল ফটকে পাহারায় ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের এডিশনাল এসপি মোহাম্ম্দ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত পিবিআই ২২ জন আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৭ জন রিমান্ডে রয়েছে।

একুশে/এসসি