‘ল্যাপটানো কাজল’র মোড়ক উম্মোচন

চট্টগ্রাম : চট্টগ্রামের প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান কবি আরজু মুন-এর সাড়া জাগানো প্রেমের কবিতার ভাণ্ডার থেকে বাঁচাই করা কবিতা নিয়ে প্রকাশিত ‘ল্যাটটানো কাজল’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরের একটি রেস্টুরেন্ট ‘বন্ধু মহল’-এর উদ্যোগে মানবাধিকারকর্মী ও ক্রীড়া সংগঠক সাইফুল আলম খানের সভাপতিত্বে এবং কবি বিলকিস বানু পলির সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটিতে প্রকাশিত কবিতাসমূহ নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন হাইড্রেলবার্গ সিমেন্টের হেড অফ অডিট ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুল হক চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক (আইন) মাহামুদ জিয়াউর রহমান, সুকান্ত দত্ত, ওয়াহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে কবি আরজু মুন-এর স্বরচিত কবিতাপাঠ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত অমর একুশে বইমেলা উপলক্ষে কবি আরজু মুন-এর ‘ল্যাপটানো কাজল’ কাব্যগ্রন্থটি প্রকাশ করে ঢাকার বাবুই প্রকাশনী। অনবদ্য রোমান্টিক প্রেমের কবিতাগুলোর বই ‘ল্যাপটানো কাজল’ এবারের বইমেলায় ছিল আলোচনার বিষয়বস্তু।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি