বলিউডের পাকিস্তানি তারকারা শিল্পী, জঙ্গি নয়: সালমান

salmanভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মির সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বলিউডের পাকিস্তানি তারকাদের বয়কটের হুমকি দিয়েছে উগ্রবাদীরা। তবে সুপারস্টার সালমান খান তাদের সমর্থন দিয়ে বলেছেন, তারা শিল্পী; জঙ্গি নয়।

গত ১৮ সেপ্টেম্বর উরি সীমান্তে হামলার পর থেকেই ফাওয়াদ খান সহ পাকিস্তানি বলিউডি তারকাদের বয়কট করার আহ্বান করে আসছে উগ্রবাদীরা। এই প্রসঙ্গে সালমান বলেন, তারা শিল্পী; জঙ্গি নয়। সরকারই তাদের কাজ করার পারমিট ও ভিসা দিয়েছে। সালমান যোগ করেন, আমি মনে করি এই যুগে আমাদের ভালোবাসা ও শান্তির মধ্যে আমাদের বেচে থাকা উচিত, বিশেষ করে সাধারণ মানুষদের। ইন্ডিয়ান এক্সপ্রেস।