ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত থেকে সরছে মানুষ

army-indiaপাকিস্তানের সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো থেকে লোকজন সরে আসছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে ঢুকে ভারতীয় বাহিনী ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালানোর একদিন পর সীমান্তবর্তী এলাকা ছাড়তে শুরু করেছে ভারতীয়রা।

ভারত বলছে, বিতর্কিত সীমারেখা পার হয়ে সন্ত্রাসীদের ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছে তাদের প্যারা কমান্ডোরা। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে আসছে। তবে তাদের দুইজন সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসলামাবাদ।

সীমান্তে সংঘাত বাড়ার আশঙ্কায় গ্রামের লোকজন ঘর-বাড়ি ফেলে ভেতরের দিকে সরে এসেছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশের সীমান্ত লাগোয়া ছয়টি জেলা থেকে হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছেন। বিভিন্ন কমিউনিটি সেন্টার ও শিখ উপাসনালয়গুলোতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারিভাবে এসংক্রান্ত কোন নির্দেশনা দেয়া হয়নি বলে জানা গেছে।

গত কয়েক দশক ধরে ভারত-পাকিস্তান বিতর্কের কেন্দ্রে রয়েছে কাশ্মির সমস্যা। অঞ্চলটিকে কেন্দ্র করে ইতিমধ্যে দুই বার যুদ্ধে জড়িয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশ দুটি।

চলতি মাসের শুরু থেকে দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন জওয়ান নিহত হওয়ার পর উত্তেজনা চরমে ওঠে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত।

সূত্র: বিবিসি