সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নুসরাত হত্যা: ৫ দিনের রিমান্ডে কামরুন নাহার

প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০১৯ | ৪:০৯ অপরাহ্ন

ফেনী : সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির সহপাঠী কামরুন নাহারকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহ আলম।

গত সোমবার দিবাগত রাতে ফেনী শহর থেকে কামরুন নাহারকে আটক করে পিবিআই।

বুধবার (১৭ এপ্রিল) ফেনীর একটি আদালত কামরুন নাহারের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।

আদালত সুত্র জানায়, বুধবার দুপুরে নুসরাত হত্যা মামলার আসামি কামরুন নাহারকে জেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে বিচারক শরাফ উদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একুশে/এসসি